ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে অঙ্গীভুত আনসার গার্ডের নিয়মিত ৫০০ সদস্যের পাশাপাশি আনসার মহাপরিচালকের নির্দেশনায় সিআইপি গেইট, অ্যারাইভাল ক্যানোপি ও ডোমেস্টিক ড্রাইভওয়েসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ২৮০ জন ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও দীর্ঘ প্রচেষ্টা শেষে গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রেক্ষাপট বিবেচনায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আগামীকাল জাতীয় সংসদ ভবন এলাকায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার সময় উক্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আনসার ও টিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে আনসার-ভিডিপি সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
স্বাক্ষরিত/-
মো: আশিকউজ্জামান
উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী