"চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)" এর আওতায় নির্মিত/নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন, সীমানা প্রাচীর, ওয়াশব্লক এবং ডিপ টিউবওয়েল এর অগ্রগতি ও ১০০% সম্পন্ন কাজের হস্তান্তর পত্র, Life Span Certificate, Water Test Report সংগ্রহ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ এলজিইডি'র আয়োজনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা এলজিইডি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) - এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক।
সহকারী প্রকৌশলী রকিবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) ঢাকা -এর সহকারী পরিচালক মোঃ সোহাগ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনির হোসেন, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৌমিত্র সমাদ্দার, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী সফিউল আজম, মুকসুদপুর উপজেলার উপ- সহকারী প্রকৌশলী আমিনুল রহমান, টুঙ্গিপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা সহ অন্যান্য উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।