× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকার ধীতপুরে জামায়াতের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২০ ডিসেম্বর ২০২৫, ১৭:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কার্যালয়ের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এই ইউনিয়ন কার্যালয় ধীতপুরবাসীর দুঃখ-কষ্টের কথা শোনার কেন্দ্র হিসেবে কাজ করবে। জনগণের অধিকার আদায়ে সংগঠিত ও সচেতন আন্দোলন গড়ে তুলতেই জামায়াত মাঠে রয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতির পরিবর্তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। আগামী দিনে ভালুকাকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুর রহমান শাহিন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই জামায়াতের মূল লক্ষ্য। এই কার্যালয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধীতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির খোররাম হোসেন এবং সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন। তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি ইউনিয়ন কার্যালয়ের প্রয়োজন ছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.