ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যকারীদের বিচারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষুব্ধ জুলাই সম্মিলিত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল সমাবেশ ও দোয়া অনুষ্ঠান করেচে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মিছিল শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে মিছিল শেষ করে।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ইনকিলাব মঞ্চের আবু সালেহ ওবায়দুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলার আতিক হোসেন, মাহবুব রাব্বানী, জিহাদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও সাবকে ভিপি প্রার্থী জামাল উদ্দিন মো.খালেদ, মুফতি আনোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন। আলোচনা শেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।