মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার পটকা নিভৃত পল্লীতে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী খোকন প্রধান।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২১ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন হৃদয় মন্ডল