× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রামপালের ঐতিহ্যবাহী শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২০ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দাতা সদস্য সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দাতা সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।

কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা অধ্যক্ষ মাওলানা শেখ অলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আইয়ূব হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ রেজিষ্টার ফাহাদ আহম্মেদ মোমতাজী। সম্মেলনে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মাদরাসা সভাপতি আলহাজ্ব এম. ডি. আব্দুস সালাম। অনুষ্ঠানে মাদ্রাসার দাতা সদস্যবৃন্দ, অভিভাবক, সাংবাদিক শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সম্মেলনকে সফল করেন। সম্মেলনে মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রম পর্যালোচনা, দাতা সদস্যদের ভূমিকা ও সহযোগিতা, পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.