× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার-৩ আসন: ৮দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনে অনড় খেলাফত মজলিসের আহমেদ বিলাল

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

২০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

প্রায় ৫ লক্ষ ভোটার নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত গড়াচ্ছে ততই নিত্য নতুন মেরুকরণে পাল্টাচ্ছে ভোটের মাঠের চিত্র। পর্দার অন্তরালেও প্রার্থীতা নিয়ে রয়েছে নানা গুঞ্জণ। ৩৬শে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগের পতনের পর বদল হয়েছে রাজনীতির দৃশ্যপট। আওয়ামী শাসনামলে বিরোধী দল বিএনপির পাশাপাশি ইসলামপন্থীদের উপরও চরম নির্যাতন আর দমন-পীড়নের ফলে জনসমর্থন বেড়েছে জামায়াত-খেলাফত সহ অন্যান্য ইসলামী দলগুলোর। এছাড়া গুরুত্বপূর্ণ এই আসনটি বিএনপির ঘাটি হিসেবেও পরিচিত। তবে ২৬ এর নির্বাচনে জামায়াত-খেলাফত সহ ৮টি ইসলামী দল নিয়ে গঠিত ৮ দলীয় জোটের জোটবদ্ধ নির্বাচনের ঘোষণায় আসনটিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতেও সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে। জামায়াতে ইসলামী থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক জেলা আমীর মো: আব্দুল মান্নানকে। খেলাফাত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বিলালকে। এ তিন প্রার্থীই এখন নির্বাচনী আসনে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে বেশ মনযোগী। ইতিমধ্যে তফসিল ঘোসণার আগমুহুর্ত পর্যন্ত চষে বেড়িয়েছেন নির্বাচনী এলাকা। গণসংযোগ ও পথসভা করেছেন পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত। নির্বাচনী লড়াইয়ের জন্য দলীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন ইতিমধ্যে। তবে বিএনপি প্রার্থীর প্রতিদ্ব›দ্বী হিসেবে ৮দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হলেই শুরু হবে ভোট যুদ্ধের চুড়ান্ত লড়াই যাত্রা। বিএনপি প্রার্থীর সাথে জোটগত নির্বাচন হলে এ ক্ষেত্রে শক্ত প্রতিদ্ব›দ্বীতারও আভাস পাওয়া যাচ্ছে। 

এ যাত্রায় আসন্ন নির্বাচনে যখন ভোটের মাঠের নানা হিসেব-নিকেশ নিয়ে চলছে আলোচনা ঠিক তখনই নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে আরেক প্রার্থীর আর্ভিভাব। তিনি হলেন, আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত প্রার্থী ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাফেজ আলাউর রহমান টিপু। ভোটের মাঠে আলাউর রহমান টিপুর দলীয় সমর্থক ছাড়াও রয়েছে ব্যক্তিগত জনপ্রিয়তাও। এ বিষয়টিও নতুন করে ভাবিয়ে তুলেছে অন্য প্রার্থীদের।      

দলীয় সূত্রে জানা গেছে, জোটগত নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জোটের একক প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা আহমদ বিলালকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জামায়াতের নীতিনির্ধারকদের সাথে দরকষাকষি করছেন খেলাফত মজলিসের সর্বোচ্চ নেতৃত্ব। আহমদ বিলাল নিজেও জোটের প্রার্থীতায় অনড় অবস্থানে রয়েছেন। এ বিষয়ে কোন ছাড় না দেয়ার পক্ষে তিনি। নির্বাচনী পূর্ব অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তি হিসেবেও জেলা সদর ও রাজনগরে সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক মহলে আহমেদ বিলাল এর রয়েছে জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে দলটি আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। ইতিমধ্যে আহমদ বিলাল এর গণসংযোগ ও পথসভায় বিপুল উপস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য প্রার্থীর জন্য। তবে দিন শেষে জোট যাকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিবে সেটি বৃহত্তর স্বার্থে মেনে নেবেন বলে জানিয়েছেন খোলফত মজলিসের প্রার্থী মাওলানা আহমেদ বিলাল। 

খেলাফত মজলিস এর নির্বাচনী সেলের প্রধান ও মৌলভীবাজার শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার জন্য আমাদের মহাসচিব এর প্রচেষ্ঠায় ৮দলীয় জোট গঠিত হয়। সে লক্ষে মৌলভীবাজার-৩ আসনটি আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে চাওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত কেন্দ্র ও জোটের সিদ্ধান্তের অপেক্ষায়। 

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান এর সাথে ফোনে কথা বলতে চাইলে তিনি দলীয় বৈঠকে ব্যস্ত থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে জামায়াতও একক প্রার্থীতার প্রশ্নে জোটের সিদ্ধান্তকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে বলে ধারণা ধারণা জোট সংশ্লিষ্ট নেতাদের। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.