× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু; দগ্ধ ৩

মাহমুদুর রহমান মনজু লক্ষীপুর প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

নিহতের বাবা বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশে তার বসতঘর।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক শিশু নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হন। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.