আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় দিকে পৌর সদর ফুলবাড়িয়া প্রেসক্লাব চত্বরে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে আলোচনা সভায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মজিদ এর সঞ্চালনায় জামায়াত নেতা এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইমান আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তাহসিনুল আবরার লিসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজী, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।