পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেড ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ফাইন ফুডস লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. আতিকুল হক, ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ মামনুন রহমান, ডিরেক্টর নজরুল ইসলাম, মো. সালাউদ্দিন হায়দার, জসিম উদ্দিন আহম্মেদ, বিশ্বজিৎ দাস, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার মো. মনির হোসেন ও প্রকল্প পরিচালক আজিজুর রহমান মুন।
সভায় কোম্পানীর বিস্তারিত তথ্য তোলেধরেন এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানী সেক্রেটারী মো. সোহেল হোসেন, সভায় অংশগ্রহণ করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৌরভ কুমার সাহা।
এছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন।
বার্ষিক সাধারণ সভায় ফাইন ফুডস লিমিটেড এর বাৎসরিক আয় ব্যয় তোলে ধরা হয়।