চাঁদপুরে শরীফ ওসমান বিন হাদীর গায়েবানা জানাজার নামাজ আদায় ও পরে প্রতিকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা, সুশিল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকায় অনুষ্ঠিত মরহুম ওসমান হাদীর জানাজা প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত মুসল্লিদের জন্য সরাসরি সম্প্রচার করা হয়।
গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন,শরিফ ওসমান হাদীর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার এ আত্মত্যাগ দেশ ও দেশের জনগণ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
এদিকে জানাজা শেষে ছাত্র- জনতা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা একটি প্রতীকী কফিন নিয়ে, শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা হাদী হত্যার বিচারের দাবী ও বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।