× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে আরও লক্ষ হাদি নেবে : জেলা প্রশাসক

২১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে আরও লক্ষ হাদি এই বাংলার জমিনে জন্ম নেবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সকলকে এক কাতারে দাঁড়াতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সিলেটের কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। যেকোনো মূল্যে এই হত্যার বিচার নিশ্চিত করা হবে।

মো. সারওয়ার আলম বলেন, ভবিষ্যতে যেন আর কোনো তরুণ নেতা বা সচেতন নাগরিক এমন ষড়যন্ত্রের শিকার না হন, সেজন্য সবাইকে সজাগ ও তৎপর থাকতে হবে। তিনি বলেন, অনেক হয়েছে, আর একটিবারও এ ধরনের নৃশংসতা বরদাস্ত করা হবে না। দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় এই অপচেষ্টা প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই।

জেলা প্রশাসক বলেন, হাদীর আত্মত্যাগ বৃথা যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে এবং বাংলাদেশে আর যেন এমন সহিংস ষড়যন্ত্র মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.