পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারকে আটক করেছে গাজীপুর থানা পুলিশ।
শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার গাজীপুর জেলার কাশিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আওয়ামী লীগনেতা বর্তমানে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।
মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান, তার বাবা অসুস্থ থাকায় চিকিৎসার উদ্দেশ্যে কিছুদিন ধরে গাজীপুরে তার বাসায় অবস্থান করছিলেন। ভোররাতে কাশিমপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। তিনি দাবি করেন, পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পরে শনিবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদারকে গাজীপুরে আটক করার বিষয়ে আমাদের থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মামলার বিস্তারিত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।