কুষ্টিয়া সদর মিলপারায় অবস্থিত দারুস সুন্নাহ মাদরাসায় নূরানী বিভাগের প্লে থেকে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার আয়কর অফিসার (আইনজীবী) জনাব মোঃ সাজ্জাদ হোসেন সাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ বেলাল হোসাইন বিশিষ্ট সাংবাদিক৷ মাও মোঃ আব্দুল মতিন সাহেব
জনাব মোঃ হাজী মঈন উদ্দিন, সাহেব, জনাব মোঃ মতিউর রহমান, জনাব মোঃ শহিদুল ইসলাম জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ জনাব মোঃ গোলজার হোসেন, জনাব মোঃ ইউসুফ হোসেন জনাব মোঃ বিল্লাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম (প্রতিষ্ঠাতা সেক্রেটারি, দারুস সুন্নাহ মাদরাসা)। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান আতি (প্রতিষ্ঠাতা সভাপতি)। অনুষ্ঠান আয়োজন করেন মাদরাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।