গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছনকান্দা রোডস্থ ‘মাদ্রাসাতুল মাদিনাহ’ ইসলামিক সেমিনার ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মাদ্রাসা সংলগ্ন স্থানে ইসলামিক সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সহ সভাপতি ও জামিয়া মানারুত তাওহীদ, উত্তরা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ ড. শহীদুল্লাহ খান মাদানী।
কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাইখ আব্দুল্লাহ্ বিন সুরুজ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘মাদ্রাসাতুল মাদিনাহ’ এর চেয়ারম্যান শাইখ হাফেজ মুহা. আব্দুল্লাহ। বক্তব্য রাখেন কাতলাসেন কাদিরিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ শাইখ খোরশেদ আলম মাদানী, সহকারী অধ্যাপক শাইখ আব্দুর রহমান মাদানী, মাদ্রাসাতুত তাকওয়া পরিচালক শাইখ মতিউর রহমান, আন্ধারিয়াপাড়া কেদ্রিয় মার্কাস মসজিদের ইমাম ও খতিব শাইখ তালেবুদ্দীন, পলাশতলী মিলের বাজার জামে মসজিদ খতিব শাইখ আবুল কালাম আজাদ, আল জামিয়াতুল ইসলমিয়্যাহ আস-সালাফিয়্যাহ মুহাদ্দিস শাইখ আব্দুল লতিফ মাদানী, গোপাল নগর এমদাদিয়া ফাজিল (ডিগ্রি) মুদাররিস শাইখ এম.এম ইউসুফ আলী নূরী, মাদ্রাসা আল মাহাদ আল ইসলামী গোলপুকুর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাইখ শাইখ আব্দুল্লাহিল কাফি, শাইখ মুসা বিন নিসান আলী, মুক্তাগাছা আবু হুরায়রা (রা) মসজিদের পরিচালক মোঃ রুহুল আমীন প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ জমইয়ত শুব্বানে আহলে হাদিস ময়মনসিংহ শাখার সভাপতি হাফেজ মোঃ শফিকুল হাসান ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমির হামজা। এরপর একেএকে ঘোষণা করা হয় কোরআনের ১৭ হাফেজ, হাফেজের পিতা ও ঠিকানা। মঞ্চে পর্যায়ক্রমে ডেকে তাদের মাথায় পাগড়ি ও হাতে ক্রেস্ট ধরিয়ে দেন সম্মানিত শাইখবৃন্দ।