× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে উজিরপুরে যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমি বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় ইচলাদী মহাসড়কে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

উজিরপুর উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদের নেতৃত্বে আয়োজিত মিছিলটি ইচলাদী মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ শিকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। জন্মভূমি বাংলাদেশে তাঁর শুভ আগমন দেশের মানুষের জন্য নতুন আশার বার্তা বয়ে আনবে।”

এদিকে সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক বলেন, “তারেক রহমানের আগমন মানেই ফ্যাসিবাদী শাসনের অবসান এবং গণতন্ত্রের পথে নতুন যাত্রা। যুবদল সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজনে গণতন্ত্র রক্ষায় আমরা আরও শক্ত আন্দোলনে নামব।”

এসময় অন্যান্য নেতাকর্মীরা জানান, এই আনন্দ মিছিলের মাধ্যমে তারা তারেক রহমানের প্রতি ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে বিএনপির যেকোনো কর্মসূচি সফল করতে উজিরপুর উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.