নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেওয়া আচরণবিধির কারণে উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে নিয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন বিএনপি’র আখতারুল আলম। গতকাল রবিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আখতারুল আলম ফরম উত্তোলন করেন। ফরম উত্তোলনকালে তিনি ভোটারদের মন জোগাতে দলীয় নেতা কর্মীদের পরামর্শ দেন। ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বিএনপি’র প্রার্থী হয়ে লড়বেন তিনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম উত্তোলন করেছেন। তারা হলেন জামায়াতের কামরুল হাসান মিলন, নির্দলীয় প্রার্থী (স্বতন্ত্র) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম, অধ্যাপক মো: জসিম উদ্দিন (সাবেক জেলা জামায়াতের আমীর), বিএনপি’র প্রয়াত এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এর সহধর্মিণী অধ্যক্ষ আখতার সুলতানা, তারই পুত্র তানভীর আহমেদ রানা।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৯২৭ জন। এরমধ্যে পুরুষ ২লাখ ১০ হাজার ৩৩০ জন মহিলা ২লাখ ৭ হাজার ৫৯৫ ও হিজড়া ২জন।