× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীকে

রংপুর পুলিশ সুপার কর্তৃক দেখে নেয়ার হুমকি ও গালিগালাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রংপুর ব‌্যু‌রো

২১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

রংপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন কর্তৃক দৈনিক আমার দেশ এর রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সম্মিলিতি সাংবাদিক সমাজ।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেদ মন্টু ও সদস্য সচিব লিয়াকত আলী বাদল এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বাদশাহ ওসমানী তথ্যের জন্য রংপুর পুলিশ সুপারের কাছে একাধিকবার ফোন করলে তাকে ফোনে না পেয়ে ম্যাসেজ করলে তিনি ফোন ব্যাক করে সাংবাদিক ওসমানীকে দেখে নেয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তিনি এটা কখনই করতে পারেন না। এর মাধ্যমে তিনি পুরো সাংবাদিক সমাজকে হুমকি দিয়েছেন। এর মাধ্যমে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে মুহুর্তে জাতীয় সংবাদ নির্বাচন আসন্ন, ঠিক সেই মুহুর্তে একজন পুলিশ সুপার হিসেবে সাংবাদিকদের সাথে এ ধরণের অপেশাদার আচরণ রাষ্টের জন্য হুমকি স্বরুপ বলে আমরা মনে করি। যার প্রভাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করি।


বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সমাজ মনে করেছিলেন বিষয়টি উর্ধতন পুলিশ কর্মকর্তারা তার এহেন অপেশাদার আচরণের বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা লক্ষ করছি না। এতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে তাকে রংপুর থেকে অপসরাণ করা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে যাবে। যার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেই নিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.