ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বাদ আসর নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ছাত্রদল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, ওসমান বিন হাদি আমাদের নলছিটির সন্তান। তাকে গুলি করে হত্যা করেছে এরজন্য আমরা গভীরভাবে শোকাহত।তার স্মরণে নলছিটি উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মুড়ি বাতাসা দিয়ে আন্দোলন করতেন এজন্য আমরাও আজকে মুড়ি বাতাসা দিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। আমরা চাই অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় হাজির করা হোক।