নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর ইউনিয়নে নোয়াখালী জেলা মাধক দ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ( ২১শে ডিসেম্বর) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নেরপূর্ব মাইজচরা গ্রামে অভিযান চালিয়ে এ মাধক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের ৫ নং ওয়ার্ডের রফিক উল্লার ছেলে মোঃ সোহাগ (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর উপ পরিচালক সরকার শুভ এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আসামীর নিজ বাড়ী আব্দুল কাদের মিঝি বাড়ীতেঅভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এই ব্যাপারে সুধারাম থানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা মাধক আইনের (৩৬-১) ধারায় মামলার প্রস্ততি চলছে।
আটককৃত আসামী বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে মাধক বিক্রির অভিযোগ রয়েছে বলে তিনি জানান।