× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২১ ডিসেম্বর ২০২৫, ১৯:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। শীতের তীব্রতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩ হাজার ৭০ জন শীতার্ত মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ২ হাজার ৪০০টি কম্বল, নারীদের জন্য ৫০০টি শাল-চাদর এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নীলফামারীর স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন, আল আমিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা থেকে খেটে খাওয়া ও অসহায় মানুষ—যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই—তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শীতবস্ত্র ও রুম হিটার পেয়ে উপকারভোগীরা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলতি শীতে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা না পেলেও যাকাত ফাউন্ডেশনের দেওয়া কম্বল, রুম হিটার ও নারীদের শাল-চাদরের মান অত্যন্ত উন্নত। শীতকালে এ ধরনের সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.