সাউথইস্ট ব্যাংক পিএলসি, নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (ক্যাশ) জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি, নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (ক্যাশ) জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এবং ব্যাংকের নিজস্ব রিসোর্স পার্সনগণ প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এছাড়াও উক্ত সমাপনী অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এইচ আর বিলকিস জাহান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং ইনস্টিটিউট সায়মা বানু উপস্থিত ছিলেন।