জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে চারটি পরিবার সর্বস্ব হারিয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার কয়ড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে অনুকুল দেবনাথের বসতঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি বসতঘরে। এতে দুইটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার অমৃত দেবনাথ, অনুকুল দেবনাথ, রবিন দেবনাথ ও বিধবা আফরোজা খাতুন।
আগুনে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।