× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদকের বাড়ীতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গোপালগঞ্জ-১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী (কর্ণেল অবঃ) ফারুক খানের  চাচাতো ভাই, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওহিদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগেই ঘরে থাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি তদন্ত করে দেখো হচ্ছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান এলাকায় না থাকায় ও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এম সাব্বির খানের বসত বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। আইনের দৃষ্টিতে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করে কারোর উপর হামলা, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা এটা কখনো সমর্থনযোগ্য নয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.