আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–৩ ( সদর -রামু- ঈদঁগাও) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোকতার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কায়ুম।
বিএনপি নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।