× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

আরিফ খন্দকার কুষ্টিয়া

২২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ।

মূল বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের পর্যালোচনায় দেখা যায় যে- মানবসৃষ্ট কোনো তন্ত্র-মন্ত্র বা মতবাদ পৃথিবীতে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দিতে সক্ষম হয়নি। বরং বিভেদ, সাম্প্রদায়িকতা ও চরম বৈষম্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। বর্তমান বিশ্ব আজ এক গভীর নৈতিক ও অস্তিত্ব সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে একটি ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গড়ে তোলা।

তিনি জোর দিয়ে বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো মধ্যযুগীয় বা পশ্চাৎপদ ধারণা নয়; এটি একটি আধুনিক ও প্রগতিশীল মানবিক ব্যবস্থা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন। এই ব্যবস্থায় ধর্মব্যবসা, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকবে না।

প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রে গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সংবাদকর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, তবে সেই স্বাধীনতা হতে হবে সুসংহত নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাপূর্ণ। গুজব পরিহার ও তথ্যের সত্যতা যাচাই করাই হবে গণমাধ্যমের মূল আদর্শ। কাউকে ব্যক্তিগতভাবে হেয় না করে ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি হেযবুত তওহীদের এই শান্তির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ। 

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও সুচিন্তিত মতামত প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.