× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পটুয়াখালীর দুমকিতে "তারেক জিয়া পরিষদে"র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া, মিলাদ মাহফিল এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পাঙ্গাসিয়া দরবার শরীফের সিদ্দিকিয়া হাফিজি মাদ্রাসা কমপ্লেক্সে  আয়োজিত এই কর্মসূচিতে প্রধান সারথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ বায়জিদ আহমেদ মৃধা এবং সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার।

​দোয়া ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ মিলন শিকদার, মোঃ ইশতিয়াক হোসেন ও মোঃ ইব্রাহিম গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোঃ আবুল বাশার ও মোঃ সোহেল সিকদারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত এতিম শিক্ষার্থী ও এলাকার দুস্থ শীতার্থ মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.