পঞ্চগড় সীমান্তে মাদক চোরাচালানবিরোধী অভিযানে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার হারিভাসা ইউনিয়নের ব্রমতল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৭৫৪/২-এস সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারকৃত ২৯ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।