আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবের কার্যালয় থেকে সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় প্রার্থীকে ঘিরে ঐক্যের বার্তা দেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলা হয়, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। কক্সবাজার-১ আসনে দলের পরীক্ষিত, ত্যাগী ও অভিজ্ঞ নেতা সালাহউদ্দিন আহমদকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
বক্তব্যে আরও বলা হয়, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক ‘ধানের শীষে’ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর।
এদিকে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে প্রচারণা পরিচালনার পাশাপাশি ভোটারদের মধ্যে উৎসাহ ও অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার ঘোষণা দেওয়া হয়।