ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে ঈশ্বরদী শহরের রেলগেট ও স্টেশন রোডের প্রেসক্লাবের সামনে দুপুর ২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে শ্লোগান দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
দুই দফা সড়ক অবরোধের ফলে ঈশ্বরদী শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন।
কৃষি প্রশিক্ষণের ইনস্টিটিউটের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন রাফা ও সাখাওয়াত হোসেন সিফাত বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন। এ বিষয়ে কৃষি উপদেষ্টা আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তারা আরও বলেন, কৃষি ডিপ্লোমা চাকুরিজীবিদের ১০ম গ্রেডের কোন প্রজ্ঞাপন জারি হয়নি। আবার তাদের কোন পদোন্নতি হয় না। কৃষি ডিপ্লোমা নিয়োগের নিয়মিত সার্কুলার নেই। দুই তিন বছর পর পর লোক নিয়োগ করা হয়। এতে হতাশায় ভুগে কৃষি ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা। এছাড়াও কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে পড়াশুনা ব্যাহত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান ৮ দফা দাবি নিয়ে ঢাকা খামার বাড়িতে গিয়েছিলে। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ৮ মাস পার হলেও এখনো পর্যন্ত দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে আবার রাস্তায় নামতে হয়েছে।
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতলেবুর রহমান বলেন, শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করছে। দেশের ১৮টি সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে এ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই দাবি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এতোদিন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করেছে। আজ ক্যাম্পাসের বাইরে গিয়ে আন্দোলন করছে। সম্প্রতি শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে আন্দোলনের নেমেছে।
আন্দোলনের সময় উপস্থিত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আরিফুর রহমান বলেন, এটিআইয়ের শিক্ষার্থীদের ৮ দফার দাবীর বিষয়টি সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে।