রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন হাজারো নেতা ও কর্মীসমর্থকদের নিয়ে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন।২০২৬ সালের ১২ ফেব্ররুয়ারী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ নভেম্বর তাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়। সোমবার (২২ ডিসেম্বর) দেশ জাতির জন্য দোয়া করে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন গোদাগাড়ী-তানোরের হাজারো নেতা ও কর্মীসমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শরীফ উদ্দীন বলেন, যদি এ আসনে ধানের শীষের বিজয় হয় তাহলে তিনি গোদাগাড়ী-তানোর আসনের জনগণের জন্য মাদক মুক্ত পরিবেশ, সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায়,পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ ও বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা নির্মাণ করবেন।এছাড়াও গোদাগাড়ী-তানোর আসনের জনগণের জীবন- মানন্নোয়নের জন্য যা যা করা প্রয়োজন তা করবেন। এছাড়াও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে ইনশাল্লাহ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি সদর উদ্দিন,
সভাপতি গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুস সালাম শাওয়াল,
সাবেক মেয়র গোদাগাড়ী পৌরসভা আনারুল ইসলাম,সাবেক আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল অরণ্য কুসুম, তানোর বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,তানোর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল,ডাঃ মিজানুর রহমান, দেওপাড়া ইউপি বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোদাগাড়ী উপজেলা ছাত্রদল শেখ ফরিদ, সদস্য সচিব গোদাগাড়ী উপজেলা ছাত্রদল কাওসার আহমেদ, সদস্য গোদাগাড়ী উপজেলা যুবদল টনি সরকার, সম্পাদক মাটিকাটা ইউনিয়ন ছাত্রদল মানিক,তানোর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন ও রঞ্জু আহমেদপ্রমুখ।এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীসমর্থকগণ উপস্থিত ছিলেন।