বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনোভাবেই যেন আসন্ন নির্বাচন পেছানো না যায়। এই নির্বাচনের সঙ্গে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ সবার ভাগ্য জড়িত। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের আগুন–সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে আসর নামাজ শেষে এসব কথা বলেন এ্যানি চৌধুরী। এ সময় আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ্যানি চৌধুরী নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পরিবারটির খোঁজখবর নিতে হবে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মিলাদ মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।