× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ত্রয়োদশ নির্বাচনে আচরণবিধি ও গণভোটের প্রচারণা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে প্রচারণা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর)  সন্ধ্যা ৬টায় উপজেলা প্রসাশনের প্রশাসনের আয়োজনে পাঁচমাথা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে প্রচারণা ও প্রামাণ্য চিত্র প্রর্দশনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ জুলাই যোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। পরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে ৯ মিটিনের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.