জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ফয়সাল রহমান, সাধারণ সম্পাদক আ: রহমান অলি ও সাধারণ সম্পাদক আসিফ আদনান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান তালুকদার খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।
সভাপতি ফয়সাল রহমান বলেন, 'আমি চাই মাদারীপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে ।তারা তাদের মেধা,বুদ্ধি, কর্মদক্ষতা ও সাহস দিয়ে চলমান চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হবে। যা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা।কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ আমাদের পরিপূর্ণ পরিবেশ প্রদান করতে পারছে না। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা প্রচুর, তাই সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা আমাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে গঠন করতে পারি সেই লক্ষ্যে মাদারীপুরের প্রতিটি শিক্ষার্থীকে নিয়ে একত্রে কাজ করতে চাই।'
সাধারণ সম্পাদক আ. রহমান অলি বলেন, 'আমরা এই জেলা কল্যাণকে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে একটা পরিবারের মত হয়ে, একতা বজায় রেখে সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। আমাদের এই কল্যাণমূলক সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিভাবে সকল শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধান করা যায় এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে থেকে সহযোগিতা করা যায়।'
সাংগঠনিক সম্পাদক আসিফ আদনান বলেন, 'মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মূল লক্ষ্য হলো মাদারীপুরের ছাত্রকল্যাণে কাজ করার জন্য পরিষদের সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ও শক্তিশালী করে তোলা।আমরা নতুন সদস্য যুক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করব, এবং সমাজের প্রয়োজন অনুযায়ী আমাদের কার্যক্রমের প্রসার ঘটাব। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে এবং তাদের শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব।আমি আশা করি, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা মাদারীপুরের ছাত্রসমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।'
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি মোঃ রবিন শেখ ও আসাদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ও খন্দকার রাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. তাহাসিনুল ইসলাম ও নয়নতারা বাড়ই, দপ্তর সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, কোষাধ্যক্ষ তানজিম সিয়াম, প্রচার সম্পাদক জুয়েল আহমেদ, আইন ও মানবাধিকার সম্পাদক আনিকা তাসিন খান, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া নুসরাত লাবণ্য।