খুলনা মহানগরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে গুলির ঘটনায় দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে টহল ও তল্লাশী তৎপরতা জোরদার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি সদস্যরা। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, খুলনা মহানগরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করার ঘটনার প্রেক্ষিতে ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ৩টি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনসহ সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী করা হচ্ছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তারা যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।