এখনো ধানের শীষের প্রার্থী ঘোষণা না হওয়া চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নুরুল আনোয়ার চৌধুরীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে চন্দনাইশ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির গুলশান কার্যালয়ে ডাক পেয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নুরুল আনোয়ার চৌধুরী পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেনের কাছ থেকে নুরুল আনোয়ার চৌধুরীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ সময় উপস্থিত ছিলেন আ.ক.ম মোজাম্মেল হক, মাহবুবুর রহমান চৌধুরী, বাবু খান, সামশুদ্দিন মেম্বার, নুরুল হুদা বাবর নুরুল কবির কমিশনার , শিবলু, শহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, ইসকান্দর মির্জা, রিয়াজ মাষ্টার, আকতার হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, মীর হোসেন, সেলিম উল্লাহ, দিদার, মুরিদুর আলম, ইসমাইল, নাছির, হামিদ, নিজাম, আবদুল মান্নান, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।