মৌলভীবাজারের কমলগঞ্জে মহান বিজয় দিবসে উপজেলা ভিত্তিক বিশেষ কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের প্রীতি উপহার প্রদান করেছে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়। সোমবার (২২ডিসেম্বর) উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের প্রীতি উপহার প্রদান করা হয়।
মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও গবেষক, অধ্যাপক ড. শোয়াইব জিবরান।
অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী।
শিক্ষিকা নিপুণ শর্মা এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা জেসমিন, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক সেলিম চৌধুরী, আহমদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, বিশিষ্ট সমাজ সেবক ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য রাসেল হাসান বখত, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জায়েদ আহমেদ, তারিন সুলতানা, শম্পা রাণী শীল প্রমুখ।