রাঙ্গামাটির লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজনগর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গীপাড়া ইউনিয়নের ঠেকাপাড়া এলাকায় একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে মজুদ করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডারের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৩ সিএফটি সেগুন কাঠ ও ১০ সিএফটি গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা।
এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি জানান, অবৈধভাবে বনজ সম্পদ নিধনের ফলে পরিবেশ ও বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম আগামীতেও আরও জোরদার করা হবে।