× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতে পরিযায়ী পাখি আসতেই জেগে উঠেছে বাইক্কা বিলের রূপ-সৌন্দর্য

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দূষণের কবলে ‘নদীমাতৃক’ শব্দটি কিছুটা ভাটা পড়ে এলেও প্রাকৃতিক হাওরবিল এখনো নিঃশেষ হয়ে যায়নি দেশের প্রকৃতি থেকে। বাংলাদেশের সৌন্দর্য এই প্রকৃতি গুলোই দেশের প্রাণ।  জলাভূমির অন্তঃপুর থেকে আপনাআপনি গজিয়ে উঠা তৃণ জলচর পাখিদের যোগান দেয় খাদ্যনির্ভরতার বার্তা। ভাসমান ফেনার আড়ালে দেহমুখ লুকিয়ে তারা কাটিয়ে দেয় একেকটি দিন আর রাত। 

বেগুনি কালেম, পানকৌড়ি সহ অগণিত আবাসিক পাখিদের শীতকালীন নিমন্ত্রণে সাড়া দিয়ে প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বাইক্কা বিলে আসে পরিযায়ী পাখিদের দল। নানা প্রজাতির পরিযায়ী পাখিরা বিভিন্ন প্রজাতির অবাসিক পাখিদের সাথে মিলে এখানেই রচনা করে স্বর্গরাজ্য। আর এটাই এই বিলের প্রকৃতিক বিস্ময়!   
সোমবার (২২ ডিসেম্বর) তখন শীতের স্নিগ্ধ মিষ্টি সকাল পেড়িয়ে দুপুর। রোদের তীব্রতার ভেতর দিয়ে উজ্জ্বল হয়ে উঠেছে স্বচ্ছ জলাধার ‘বাইক্কা বিল’। অপরাহ্নের এরূপ রৌদ্রময় উত্তাপে সবকিছুই যেন নতুন সৌন্দর্যের মোড়কে মেলে ধরা।  এটি মৌলভীবাজার জেলার একমাত্র মৎস্য অভয়ারণ্য। অপরূপ সৌন্দর্যে ভরা এই বিলটিতে রয়েছে প্রাকৃতিক জলাভূমির বিস্ময়কর উপকারিতা। যা দিনের পর দিন মৎস্য সম্পদকে সমৃদ্ধ করে চলেছে নিরবে।  
বাইক্কা বিলে রয়েছে জলচর পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁক বেঁধে ওড়ে বেড়ানো পরিযায়ী পাখিদের ঝাক, বিলের পানিতে জলচর পাখিতে ঝাঁপাঝাঁপি- এ যেন চির সৌন্দর্যের অদেখা একেকটি রূপ। ইতোমধ্যে এই বাইক্কা বিলে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। 
হাইল হাওরের পূর্ব দিকের প্রায় ১৭০ হেক্টর আয়তনের একটি সমৃদ্ধ জলাভূমি নিয়ে বাইক্কা বিলের অবস্থান। ২০০৩ সালে সরকার হাইল হাওরের বুকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেয়।  এর পর থেকে পর্যটকদের কাছে বাড়তে থাকে এর পরিচিতি আর সৌন্দর্যের রূপ।
এই বাইক্কা বিলে শীত মৌসুমে প্রায় ১৭৫ প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। বিলের মূল আকর্ষণ পরিযায়ী আর স্থানীয় পাখি হলেও এই বিল-কে মাছের রাজ্যও বলা হয়।  দেশের প্রকৃতিতে বাইক্কা বিল ঋতুভেদে একেক সময় একের রূপ ধারণ করে। বিলের পাখিদের গতিবিধি আর বিলের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে তৈরি হয়েছে একটি সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। 
শঙ্খচিল, ভূবনচিল, দলপিপি, নেউপিপি, পাতি সরালি হাঁস, বালি হাঁস, মরচেরং ভূতি হাঁস, পানকৌড়ি, গো-বক, ধলাবক, বেগুনি কালেম প্রভৃতি পাখিদের কলকাকলিতে মুখর বাইক্কা বিলের জলজ জীববৈচিত্র।
চাপড়া, মাগুড়া ও যাদুরিয়া বিলের নামে ২০০৩ সালে বাইক্কাবিল স্থায়ী মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। অভয়াশ্রমটির জীববৈচিত্র্য ফিরে পাওয়া ও রক্ষণাবেক্ষণের জন্য শুরু থেকে সরকার বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি গঠন করে। ধীরে ধীরে এ বিলে বিপন্ন বা হারিয়ে যাওয়া মাছেদের প্রজনন রক্ষার ব্যাপারটি ঘটে গেছে। এর পাশাপাশি আবাসিক ও পরিযায়ী পাখিদের একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাইক্কা বিল আজ সুপরিচিত।  
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন, বাইক্কা বিল স্থায়ী মৎস্য অভয়াশ্রম। মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০০৩ সাল থেকে এটি চালু আছে। আসলে আপনারা অনেকেই জানে বাইক্কা বিল হাইল হাওরের একটি বিল এবং পুরো বিলটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে পরিচালিত হয়ে আসছে। এখানে অতোপ্রতভাবে জড়িত আছে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বন বিভাগ সবাই মিলে আসলে আমরা এখানে কাজ করছি। কারো একার পক্ষে এতো বড় একটি জলাভূমি সংরক্ষণ করা সম্ভব নয়। 
তিনি বলেন, যেহেতু পুরো বিলটি লীজ হয় না কখনোই, যার ফলে এখানে মাছের পাশাপাশি সমস্ত রেপটাইলস (সরীসৃপ প্রাণী), স্তণ্যপায়ী প্রাণী, এম্ফিবিয়ান (উভচর প্রাণী) সব প্রাণীরই একটি সুন্দর ইকোসিস্টেম গড়ে উঠেছে এবং এখানের ইকোসিস্টেমর হেল্থটা (খাদ্যশৃংখলের স্বাস্থ্য) বাংলাদেশের যে কোনো জলাভূমির চেয়ে অনেক অনেক বেটার (অধিকতর ভালো)। এই কারণেই এটি দেশী-বিদেশী পর্যটকদের কাছে একটি দর্শনীয় জায়গা হিসেবে পরিণত হয়েছে। তবে একসময় পর্যটকরা এখানে আসতো, কিন্তু মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা মহোদয়ের একটি ঘোষণা অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে কোনো দর্শককেই আমরা প্রবেশের অনুমতি দিচ্ছি না। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.