রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়।
তিনি জানান জানান, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানায় ১ জন, বদরগঞ্জ থানায় ১ জন, গংগাচড়া মডেল থানায় ১ জন, পীরগাছা থানায় ১ জন, মিঠাপুকুর থানায় ১ জন ও পীরগঞ্জ থানায় ১ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইন অনুসারে প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।