আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মজলুম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির মহাসচিব এ ঘোষণা দেন। ঘোষণার পরপরই নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে জোটপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় দুই উপজেলার সাধারণ মানুষের একটি বড় অংশ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আশা করছেন, এ নেতৃত্ব এলাকায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
তবে একইসঙ্গে এ ঘোষণার ফলে বিএনপির নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। কারণ, এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন গত কয়েকদিন ধরে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তার প্রাথমিক দলীয় মনোনয়ন না হওয়ায় দলীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, বৃহত্তর জোটগত সমঝোতার অংশ হিসেবেই নীলফামারী-১ আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমি শতভাগ আশাবাদী যে জনগণ আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।