× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুর-২ আসনে বিএনপি নেতা জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর

২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আশরাফ আলীর সুযোগ্য উত্তরসূরি জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জিয়াউর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক মরহুম আশরাফ আলীর পুত্র নাদিম আহম্মেদ, আবুল হাসানাত সম্রাট, খাইরুল ইসলাম নাজমুল, এমদাদুল হক বিটু, আবু সাঈদ, এনাম, বুলবুল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে নাদিম আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে জিয়াউর রহমান ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি একজন পরীক্ষিত ও জনসমর্থিত নেতা। দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে নকলা–নালিতাবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে জিয়াউর রহমান একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা লক্ষ্য করা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.