জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৫-২০২৬ অর্থ বছরের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত শীতের কম্বল উপজেলার বিভিন্ন এতিমখানা শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, অফিস সহকারী জুয়েল হোসেন সহ এতিমখানা মাদ্রাসার প্রধানগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, ৬টি এতিমখানার শতাধিক এতিম শিশুদের কম্বল দেওয়া হয়। চলতি অর্থ বছরের ৬শ দুঃস্থ ও এতিম শিশুদের কম্বল বিতরণ করা হবে।