দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১ ঘটিকায় ঈশ্বরদী স্টেশন রোডস্থ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত এ মানববন্ধন ও পথসভার আয়োজন করেন ঈশ্বরদী প্রেসক্লাব।
ঈশ্বরতী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সম্পাদক ওহীদুজ্জামান টিপুর সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান , বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা, ঈশ্বরদী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, ঈশ্বরদী প্রেস ক্লাবেবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম সনু , ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, ঈশ্বরদী প্রেন ক্লাবের অর্থকরী সম্পাদক মহিদুল ইনলাম প্রমূখ।
এসময় বক্তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির ব্যাবস্থা করতে না পারলে স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগের আহবান জানান।