নৌকার মাঝি থেকে এবার লাঙ্গলের যাত্রী হচ্ছেন কে.এম. ফজলুল হক মণ্ডল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) আসনে নির্বাচন করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।কে.এম. ফজলুল হক মণ্ডল ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
২০২০ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হলেও প্রাপ্ত ভোটের হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। রাজনৈতিক সূত্র জানায়, এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কে.এম. ফজলুল হক মণ্ডল জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এছাড়া তিনি ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করে পরাজিত হন। জাতীয় পার্টির দলীয় একাধিক নেতাকর্মী জানান, কে.এম. ফজলুল হক মণ্ডলকে প্রার্থী করে কুড়িগ্রাম-৪ আসনে দলটির হারিয়ে যাওয়া আসন পুনরুদ্ধারের আশায় রয়েছে জাতীয় পার্টি। স্থানীয় পর্যায়ে তার পরিচিতি ও সাংগঠনিক যোগাযোগকে কাজে লাগিয়ে শক্ত অবস্থান তৈরির পরিকল্পনা করছে দলটি