× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাতকে শীতার্ত মানুষের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

সুদীপ দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সুনামগঞ্জের ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে গো‌বিন্দগঞ্জ শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে তিনশতা‌ধিক কম্বল বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ছাতকের গো‌বিন্দগঞ্জ শাখায় এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং রুহুল আনোয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড সিলেট এক, এ এস এম গউস উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাসী। শীতের তীব্রতা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের উন্নয়নে ব্যাংকের দায়িত্ব শুধুমাত্র আর্থিক সেবা নয়, মানবিক সেবাতেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ব্যবসায়ী হাজী সামছুদ্দোহা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, গো‌বিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম মিয়া, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি খালেদ আহমদ, ব্যবসায়ী আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, “শীতের সময় অসহায় মানুষের কষ্ট আরও বেড়ে যায়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এই কম্বল বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের দায়িত্বশীলতায় এগিয়ে এলে শীতার্ত মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।”

অনুষ্ঠান শেষে ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকার প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মধ্যে বৃদ্ধ, নারী, দিনমজুর, প্রতিবন্ধী ও অসহায় পরিবারগুলো অগ্রাধিকার পায়। কম্বল নিতে আসা অনেকেই ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সেবা এবং অসহায় মানুষের সহায়তায় আরও কার্যক্রম গ্রহণ করা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.