× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের লঙ্কাবাংলা সিকিউরিটিজ’র ইন্ডাস্ট্রি ভিজিট

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি আজ তাদের প্রধান শাখায় ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি ইন্ডাস্ট্রি ভিজিট প্রোগ্রামের আয়োজন করে। “Fundamentals of Investment” কোর্সের আওতায় আয়োজিত এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান ও এই খাতে লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র অবদান তুলে ধরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেশনে বাংলাদেশের পুঁজিবাজারের গণতান্ত্রিকীকরণ ও এর অগ্রগতিতে লঙ্কাবাংলা সিকিউরিটিজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও এরিয়া হেড (দক্ষিণ) মোহাম্মদ মাহমুদ এলাহী, মানবসম্পদ বিভাগের প্রধান তৌহিদুর নূর, প্রিন্সিপাল ব্রাঞ্চের অপারেশনস প্রধান মো. তৌহিদুর রহমান মিয়াদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি ভবিষ্যৎ পুঁজিবাজার পেশাজীবী গড়ে তোলায় এবং একাডেমিক প্রতিষ্ঠানের সাথে যৌথ সহযোগিতায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.