× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাড়াশে গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

মো. আইয়ুব আলী, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সিরাজগঞ্জের তাড়াশে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত অসহায় মানুষের দোরগড়ায় গিয়ে হাতে হাতে কম্বল  পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নুসরাত জাহান। বুধবার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ পাড়া মহল্লার নূরানী মাদ্রাসা, মঙ্গলবাড়িয়া হাফেজিয়া  মাদ্রাস, সোলাপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ছিন্নমূল সীতার্ত মানুষের  দোরগোড়ায় গিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নের ৩ শতাধীক কম্বল বিতরণ করেন তিনি। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে  আরো দেড় হাজারের অধীক কম্বল শীতার্তদের মাঝে  বিতরণ করা হবে।

 এ  প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। প্রচন্ড শীতে কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই গভীর রাতে ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। রঘুনীলি মঙ্গলবাড়িয়া বাজারের ছিন্নমূল শীতার্থ ব্যক্তি কাশেম আলী বলেন, গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে তারা কম্বল  পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমরা দরিদ্র অসহয় মানুষেরা  যারা শীতের কারণে কষ্ট পাচ্ছে তারা  ঘরেই কম্বল পেয়ে অত্যান্ত আনন্দিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.