জয়পুরহাটের পাঁচবিবি তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখায় উপজেলার ১৫'জন গুনী ব্যাক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদশা, সহকারি পরিচালক মোঃ সামসুল আলম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী শ্রী গঙ্গেশ চন্দ্র রায় ও সহকারী সমন্বয়কারী মোঃ মুনসুর আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ।