আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে কেন্দ্রীয় বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)'র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল- ২ আসনের জোটপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমন্বয়ের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।” এর অংশ হিসেবেই নড়াইল-২ আসনটি এনপিপিকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে সেই মনোনয়ন বাতিল করে শরিক দলকে আসনটি ছাড় দেয় বিএনপি।
নড়াইল-২ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর নড়াইলের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করেছেন বিএনপির নেতা কর্মী ও সমর্থকেরা। এ সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় বিএনপি নেতা ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা ও লোহাগড়া উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস বলেন, এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ ভাই ধানের শীষ প্রতীক পেয়েছে এতে আমরা যারপরনাই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধানের শিষকে বিজয়ী করবো ইনশাল্লাহ।